বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
Homeআইন-আদালতনাজমুল হাসান পাপনসহ তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নাজমুল হাসান পাপনসহ তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপনসহ তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৬ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য জানান।

দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত বাকিরা হলেন, পাপনের স্ত্রী রোকসানা হাসান, মেয়ে সুনেহয়া রহমান ও রুশমিলা রহমান, ছেলে রাফসান হাসান ও জামাতা রাকীন আল মাহমুদ।

দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান নিষেধাজ্ঞার আবেদনে বলেন, নাজমুল হাসান পাপন, তার কোম্পানি ও অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানটি চলমান রয়েছে।

পাপন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে (কিশোরগঞ্জ, গাজীপুর, ঢাকা এলাকা ছাড়াও অন্যান্য এলাকায়) এবং দেশের বাইরে- যুক্তরাষ্ট্র, কানাডাসহ অন্যান্য দেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করার চেষ্টা করছেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments