জয়নাল আবেদীন: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফলাফল জালিয়াতির অভিযুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড.তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.রশীদুল ইসলামের কুশপুত্তলিকায় জুতা পেটা করেছে শিক্ষার্থীরা।
সোমবার দুপুওে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কে নারী লোভি শিক্ষকদের শাস্তির দাবিতে এই ব্যতিক্রমি প্রতিবাদের আয়োজন ওে শিক্ষার্থীরা ।প্রতিবাদ কর্মসূচীতে অভিযুক্ত শিক্ষকদের কুশপুত্তলিকা তৈরি করে হাফ প্যান্ট, টিশার্ট ও জুতার মালা পরিয়ে দিয়ে খুটিতে বেঁধে রাখা হয়। কুশপুত্তলিকার গায়ে লেখা আমি নারী লোভী নিপীড়নকারী শিক্ষক। এরপর শিক্ষার্থীরা একে একে কুশপুত্তলিকায় জুতা পেটা করে।
এ বিষয়ে বেরোবির শিক্ষার্থীরা বলেন, এ বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও রেজাল্ট টেম্পারিংসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। কিন্তু এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা বলবো অবিলম্বে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নিপীড়নের যে চর্চা তা ঊহৃ করার যে চর্চা তা বন্ধ করতে বিশেষ সেল গঠন করে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি একটাই অপকর্মের সাথে যে সকল শিক্ষক জড়িত তদন্ত সাপেক্ষে তাদের যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ কওে ভবিষ্যতে কোন শিক্ষক এ ধরণের ন্যাক্কার জনক কাজ করতে সাহস না পায়। নাম্বার কমিয়ে দেওয়ার ভয়ে অনেক শিক্ষার্থী কথা বলতে চায়না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান সাংবাদিকদের বলেন পরিসংখ্যান বিভাগ থেকে পরীক্ষার ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এসেছে এ বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি এবং কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। যৌন নিপীড়নের বিষয়ে জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ে ২শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন চলমান থাকায় তারা নাকি লজ্জায় বিশ্ববিদ্যালয়ে আাসছেন না ।এছাড়াও তাদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায় ।