বুধবার, মার্চ ১২, ২০২৫
Homeঅর্থনীতিমেঘনা পেট্রোলিয়ামের নগদ লভ্যাংশ অনুমোদন

মেঘনা পেট্রোলিয়ামের নগদ লভ্যাংশ অনুমোদন

বাংলাদেশ প্রতিবেদক: মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের এর ৪৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। (১৫ ফেব্রুয়ারি) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত উক্ত বার্ষিক সাধারণ সভায় ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন প্রদান করা হয়।

এসময় সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব এবং কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ফারজানা মমতাজ। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়্যালি অংশগ্রহণ করেন।

এছাড়াও সভায় উম্মুল হাছনা, সচিব (অবসরপ্রাপ্ত) ও স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ আবদুল্লাহ আল মামুন, সচিব (অবসরপ্রাপ্ত), স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; এস. এম.মঈন উদ্দীন আহম্মেদ, অতিরিক্ত সচিব (পরিকল্পনা), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ জিয়াউল হক, অতিরিক্ত সচিব (প্রশাসন), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড; রওনক জাহান, যুগ্নসচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং পরিচালক, এমপিএল বোর্ড; ড. মোঃ আলী আহম্মদ শওকত চৌধুরী, প্রফেসর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ আবদুল মতিন, পরিচালক (অর্থ) বিপিসি ও সরকারের যুগ্মসচিব এবং পরিচালক, এমপিএল বোর্ড; জেয়াদ রহমান, ডেল্টা লাইফ ইন্সুরেন্স পিএলসি এর প্রতিনিধি এবং শেয়ারহোল্ডার পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ টিপু সুলতান, ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও পরিচালক, এমপিএল বোর্ড এবং কোম্পানি সচিব রেজা মো: রিয়াজউদ্দিন অংশগ্রহণ করেন।

উক্ত বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়্যালি অংশগ্রহণ করে তাঁদের বক্তব্যে কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। শেয়ারহোল্ডারগণ কোম্পানি ২০২৩-২০২৪ হিসাব বছরে ৫৪২ লাখ ২৯ কোটি টাকা কর উত্তর মুনাফা অর্জন করায় এবং শেয়ার প্রতি আয় ৫০ লাখ ১১ টাকা হওয়ায় কোম্পানির পরিচালক পর্ষদ ও সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ধন্যবাদ জ্ঞাপন এবং সন্তোষ প্রকাশ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments