শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
Homeসারাবাংলাকটিয়াদীতে শিশু অপহরণের ১৬ ঘণ্টা পর উদ্ধার, আটক ৩

কটিয়াদীতে শিশু অপহরণের ১৬ ঘণ্টা পর উদ্ধার, আটক ৩

রতন ঘোষ: কিশোরগঞ্জের কটিয়াদীতে ২২মাস বয়সের শিশু আজাদকে অপহরণ করে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফুফাতো ভাই ইমন। ১৬ঘন্টা পর অপহরণকৃত শিশু আজাদএবং অপহরণকারী তিনজনকে আটক করে কটিয়াদী মডেল থানা। আটককৃতরা হল অপহরণকৃত শিশুর ফুফাতো ভাই ইমন (১৫),সহযোগী আব্দুর রহিম নিশাদ (১৭)ও তার পিতা নুর উদ্দিন (৪৮)।

ঘটনার সূত্রে জানা যায়, ২৬শে মার্চ দুপুরে অপহরণকারী ইমন, কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল গ্রামে তার ফুফার বাড়িতে বেড়াতে যায়। দুপুরের বেশ কিছুক্ষণ পর অপহরণকারী ইমন তার ফুফাতো ভাই আজাদকে নিয়ে ঘুরতে যায়। বিকেলে ইমন বাড়ি ফিরলেও আজাদ না আসায় তার মা কল্পনা আক্তার তার ছেলে আজাদের ব্যাপারে ইমনের কাছে জানতে চায়। কিন্তু চতুর এমন কল্পনা আক্তার কে আবোল-তাবোল কথা বলে নিজে ধরাছোঁয়ার বাইরে থাকতে ইমন কয়েক জনকে নিয়ে আজাদকে খোঁজাখুঁজি শুরু করে। এরই মধ্যে সন্ধ্যা ছয়টায় অপরিচিত এক মোবাইল থেকে অপহনকৃত আজাদের মা কল্পনা আক্তারের নিকট একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু কল্পনা আক্তার দ্রুত ইমনকে সঙ্গে নিয়ে কটিয়াদি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।

উক্ত অভিযোগের পরপরই কটিয়াদী মডেল থানা তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে। সেই সময় মডেল থানা পুলিশ ইমনকে আটক করে সাথে নিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা সদরের নগুয়া এলাকা থেকে অপহরণকৃত শিশু আজাদকে উদ্ধার করে এবং সেখানে ইমনের সহযোগী দুইজন নুরুদ্দিন ও আব্দুর রহিম নিশাদকে আটক করে।

এ ব্যাপারে কটিয়াদী থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন,মামলা হয়েছে এর ভিত্তিতে তিনজনকে আটক করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments