শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
Homeসারাবাংলাবোনাসের দাবীতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারীদের বিক্ষোভ

বোনাসের দাবীতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারীদের বিক্ষোভ

জয়নাল আবেদীন: বোনাসের দাবীতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে রংপুর সিটি কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় রংপুর সিটি কর্পোরেশন মিলনায়তনে প্রশাসকের সাথে কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়। এতে অস্থায়ী কর্মচারীদের বোনাস প্রদানে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ঈদে বোনাস হচ্ছেনা এমন খবর ছড়িয়ে পড়লে সিটি কর্পোরেশনের প্রত্যেক বিভাগের অস্থায়ী কর্মচারীরা কক্ষে তালা মেড়ে সিটি কর্পোরেশন প্রাঙ্গনে নেমে এসে বিক্ষোভ করতে থাকে। ঈদেরআগে বোনাস প্রদানে তারা শ্লোগান দিতে থাকে।

কর্মচারীদের বিক্ষোভের কারণে সেবা নিতে আসা নাগরিক রা বিপাকে পড়েন। অনেকে অস্থিতিশীল পরিস্থিতি দেখে দ্রট্টু সিটি কর্পোরেশন থেকে বেরিয়ে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কর্পোরেশনের একাধিক অস্থায়ী কর্মচারী জানান, সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অস্থায়ী কর্মচারীদের বোনাস প্রদানের কথা জানিয়ে ছিলেন। কিন্তু বৃহস্পতিবার প্রশাসক জানিয়ে দিয়েছেন নিয়ম না থাকায় বোনাস পাবেনা অস্থায়ী কর্মচারীরা। কর্মচারীরা বলেন, পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের সকল মেয়র ও প্রশাসকেরআমলে বোনাস পেয়ে ঈদ করেছেন। কিন্তু প্রশাসকের স্বেচ্ছাচারিতার কারণে কর্মচারীদের বোনাস দেওয়া হচ্ছে না। প্রশাসক অস্থায়ী কর্মচারীদের বোনাসের ব্যবস্থা না করলে ও সম্প্রতি দূর্নীতি মামলার দায়ে অভিযুক্ত বরখাস্ত সাবেক কর্মচারীদের নতুন কওে নিয়োগ দিয়েছেন। তারা অবিলম্বে তাদের বোনাস প্রদানের দাবী জানান।

এ ব্যাপাওে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন,আমরা অস্থায়ী কর্মচারীদের দাবী মেনে নিয়েছি। তাদের ফাইল স্বাক্ষর হয়েছে। এখন চেক দেয়াটা বাকী রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments